মেঘ রোদ্দুর খেলা
মেঘ রোদ্দুর যন্ত্রণায়
ছুঁটে চলে মায়ার বন্ধন।
বিষন্নতা নির্নিমেষে তাকিয়ে থাকে
জানালার গ্রীল ধরে ওই উড়ন্ত ঘুড়ির দিকে,
ইচ্ছে বাতাস হারাতে চায় দলছুট মেঘের সাথে।
বন্দীহৃদয় ডানাভাঙ্গা পাখির মত
আছড়ে পরে গহীন অরন্যে।
দিশাহীন, সম্বলহীন
ডানা ঝাপটিয়ে জানান দেয়
ব্যথাতুর ভালোবাসার।
ছটফট করতে থাকে দেহপাখি।
“তারে এনে দাও
একবারের জন্য এনে দাও” –
করুন আকুতিতে চোখ ফেটে আর্তচিৎকার জেগে ওঠে।
কন্ঠে আগুন, চোখে বিমূর্ত প্রতীক্ষা,
স্বর নিস্তব্ধ।
বলতে চায় অনেক কিছু
ফিরে পেতে চায় সেই ডানা মেলা আনন্দ,
হৃদয় অশান্ত, ক্ষতবিক্ষত।
মায়া দু’বাহু মেলে ডাকে,
মেঘ রোদ্দুর ছুটে চলে আপন গতিতে –
ঘুড়ি বেদনা নিয়ে, ডানাভাঙ্গা পাখির মত
প্রাণ নিয়ে নিস্তেজ হয়ে পড়ে থাকে।
কালরাত্রি আর কাঁটতে চায়না,
হয়তো আর কাঁটবেও না -
মিশে যাবার মুহুর্ত পর্যন্ত।
দেবাশিষদা শ্রদ্ধআ গ্রহণ করবেন :)
উত্তরমুছুনআসিফ অনেক অনেক ধন্যবাদ :)
উত্তরমুছুনসিদ্ধার্থ ... :)
উত্তরমুছুনSounak Bakshi এ যে ভালোবাসা! :)
উত্তরমুছুনঅনেক অনেক ভালোবাসা তোমায় মিতা। :)
উত্তরমুছুনEmdadul Anwar অসংখ্য ধন্যবাদ আপনাকে :)
উত্তরমুছুননাতি :)
উত্তরমুছুন