নব উন্মেষ
আপামর ভুলের ঠিকানা নিভে গেলে
সঠিক পথ ধরে সূর্য নেমে আসে
স্মৃতিকথা দুই হাত ছড়িয়ে নিস্প্রান,
পুরোনো ফুলের পাপড়িতে
জলকেলি শেষ হয়েছে অনেক দিন,
মৃদু সুবাস তবুও ইঙ্গিত করে
অন্ধ চোখের স্বপ্ন বয়ে চলে
সেতুর অন্তরালে।
অগুনতি ধারা নিজেকে মেলায়
উঠে আসা মোহনায়
বদ্বীপ এর আসে পাশে
জ্যামিতিক সমাধান,
বসন্তচিত্রে ভালবাসা আর শালিধান।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন