এখন কৃষ্ণপক্ষ। জীবনও দুইভাগ। শুক্লপক্ষ ফেলে এসেছি, ফেলে এসেছি সব শুভ্র রাত।
মায়া হরিণের বনে রাত গভীর হলেই কুকুরের ডাক। নক্ষত্রেরা কথা রাখেনা।
বিবিধ প্রেতেরা কাছে এসে ভয় দেখায়। আমার বোধ ঘুমিয়ে পড়ে।
এখন কৃষ্ণপক্ষ। খুব চেনা মুখগুলোও বীভৎস মুখোশ পরে নেয়।
আঁধারেই চলতে থাকে খনন। হঠাৎ বেরিয়ে আসে মৃত বিড়ালের ফসিল এবং মমি।
সেখানেও চোখগুলো জ্বলজ্বল করে। উপাসনা শুরু হয়।
এখন কৃষ্ণপক্ষ। আয়োজন তবু থামেনা। প্রতিটি কক্ষে চলতে থাকে আদিম উষ্ণতার প্রস্তুতি।
আঁধারেরও হয়তো কোন রঙ থাকে। জন্মান্ধ উইপোকার মতো আমরা তা দেখিনা।
আমরা শুধু অকারণ অপেক্ষায় থাকি। হয়তো ভাবি কৃষ্ণপক্ষ ফুরোবেই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন