শ্যামা মনমেঘ
শ্যামা মনমেঘ, বজ্র ঝঞ্ঝা আমারে কান্দিয়া তোলে
নিমেষে হারাই পরশ তোমার, এই ভয়ে ধরা দোলে !
অধেক ঘুমে অধেক জাগি, এ কি স্বপ্ন না কোনো মায়া
আপন করিনু হৃদয়ে পশিনু , আমি যে তোমার ছায়া !
হায় রে সূর্য্য এ দিন দেখায়, করিয়াছ তুমি পর
তোমারি তরে যে পথিক হলেম ভুলিয়া চরাচর !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন