ভাবনা
তেমন করে কেউ ডাকে না, ডাকত যেমন ঘর।
মায়ের স্নেহ, বাবার আদর, চার দেওয়ালের ঘর।
সেই তো আকাশ, সেই তো বসত,সেই পুরানো আমি,
মন বদলায়, দিন বদলায়, সময় বড় দামী।
আকাশভরা আলো ছিল সুনীল ছিল দিন,
শঙ্কাহরা রাত ছিল আর ভাবনাবিহীন দিন,
সেসব এখন কথার কথা, না মানুষের ভীড়ে,
বিশ্বজিৎ কি দামিনী তাই মনের স্মৃতি জুড়ে।
পাল্টে গেছে আচার বিচার,পাল্টাচ্ছে মন,
মানুষ কথার মানেটা কি ভাবছি সারাক্ষন।
স্মৃতিঝিনুক সেঁচে ফেলে মুক্তো তুলে আনি,
মানবিকতা শব্দটা আজ শব্দের হাতছানি।
তেমন করে কেউ ডাকে না, ডাকত যেমন ঘর।
মায়ের স্নেহ, বাবার আদর, চার দেওয়ালের ঘর।
সেই তো আকাশ, সেই তো বসত,সেই পুরানো আমি,
মন বদলায়, দিন বদলায়, সময় বড় দামী।
আকাশভরা আলো ছিল সুনীল ছিল দিন,
শঙ্কাহরা রাত ছিল আর ভাবনাবিহীন দিন,
সেসব এখন কথার কথা, না মানুষের ভীড়ে,
বিশ্বজিৎ কি দামিনী তাই মনের স্মৃতি জুড়ে।
পাল্টে গেছে আচার বিচার,পাল্টাচ্ছে মন,
মানুষ কথার মানেটা কি ভাবছি সারাক্ষন।
স্মৃতিঝিনুক সেঁচে ফেলে মুক্তো তুলে আনি,
মানবিকতা শব্দটা আজ শব্দের হাতছানি।
ভীষণ ভালো লাগলো অভিলাষার কবিতা |
উত্তরমুছুন