জীবন বাজী রেখে আমি প্রতিজ্ঞা করতে চাই
ওহে সৃষ্টি-শিকারী
আমি আজ অকপটে
তোমার কাছে স্বীকার করছি...
কসাইখানার রক্তমাংস,
অস্থি-মজ্জার ছিন্ন-ভিন্ন
অবস্থার মতো করে—
একটি নিথর নিস্তব্দ
বিশ্ব মাজারে উপস্থিতির
যেখানে তোমার উদগ্র কামনা—
সেখানে পালকপূর্ণ শরীর এবং
সুমিষ্ট কণ্ঠস্বরের কলতান নিয়ে
অবাধ বিচরণ করার লালসা
আমার জন্য দুর্ভাগ্যই বটে...
জীবন বাজী রেখে আমি প্রতিজ্ঞা করতে চাই---
আমি আমার আস্তানা বদলাবোনা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন