কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - সৌম্যেন্দু হালদার

দুটি কবিতা
সৌম্যেন্দু হালদার



জীবন একটি স্বপ্ন

স্বপ্নের শেষে হাতটি বাড়িয়ে দাও।
আগে যেভাবে দিতে।
এসক্যালেটারে বেসামাল হয়ে পড়লে।
নৌকা একটু বেশি দুলে উঠলে।
দূরপাল্লার ট্রেনে চড়ে বসলে।
যখন জীবন কথা বলে তখন কেউ ফুরিয়ে যায় না!
কেননা ও শুধু বেঁচে থাকার কথা বলে।
যদিও বাঁচতে বাঁচতে এমন একদিন আসে
যেদিন পাগল হৃদয়টা আর হাত বাড়িয়ে দেয় না।


আর্জি

সে তোমাকে ছুঁয়ে আছে তুমি তার কাছে যাও।
সে তোমাকে খুঁজেছে কিন্তু পায় নি, তার কাছে যাও।
তোমাকে আঁকড়ে ধরে বেড়ে উঠেছিল যারা
তাদের ও বাঁচিয়ে রাখবে বলেছে
আর অন্য পথগুলিকে পথভ্রষ্ট করে দেবে বলেছে।
তুমি ওর কাছে যাও।
ও জানে তুমি চলে যেতে পারো।
তাই শেষবারের মতো ও তোমাকে
রজনী শেষের প্রদীপটির কথা বলেছে।
হয়ত আর কোনও কথা কোনোদিন বলতে পারবে না।
তুমি ওর কাছে যাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন