কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - শফিক আমিন



জীবনমুখী গান
শফিক আমিন




এই রাত শাশ্বত হবেনা জানি
খুণসুটি প্রেম রানীক্ষেত রোগে আক্রান্ত মুরগীর মতো
ঝিমোবে। হয়তো কোনো নতুন সুখে তুমি হবে
আচ্ছন্ন; থাকবেনা কৌতুহল- কেমন আছি, কী করছি
নতুন কোনো কবিতা হয়েছে কিনা।
তখনো কবিতা হয়তো হবে লেখা
জলহীন বালুময় সাগরের মতো,
তুতেনের মমির মতো, নীরস বেলপাতার মতো
অথবা বালু কিংবা তুষার বরফ ভাস্কর্যের মতো।

প্রতি রাতে গভীরতা মাপি
প্রেমের ঢেউ এসে ঘুম ভেঙে দেয়, রঙিন জ্যোৎস্না
সুখ ঢালে প্রাণে। ঝলমলে আরো কতো স্বপ্ন -
দুটো বাদামি হাত সোহাগে ভরিয়ে দেয় মন,
শান্ত হাঁসের মতো দুটো চোখ শীতল করে চেখের
দগ্ধতা; একজোড়া ঠোঁট আর্দ্রতায় নিভিয়ে দেয়
বিরহ অনল।

ধীরে ধীরে চাঁদ ডুবতে থাকে
ডুবতে থাকে আগত সূর্যের রশ্মিতে পরা¯ত হয়ে।
এমনি চক্রাকারে চাঁদক্ষয়ের আয়ু নিজের ভেতরে
জাগাবে অমাবস্যার কালো।

যখন জানবে, এই আধার গিলছে তোমার চাঁদ
হয়তো তখন অজান্তে একটা ধাক্কা দিবে
পুরোনো সেই প্রেমঢেউ...!
হৃদয় ছাউনিতে ঝরবে শিশির ফোটা, আধারের ভেতর
উড়িয়ে দিবে গোপন দীর্ঘশ্বাস,
স্মৃতির বোঝা হালকা করে আগামীর পথে ছড়িয়ে দিবে
নতুন সুরের জীবনমুখী গান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন