কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

সুদেষ্ণা চ্যাটার্জ্জী

পাখি


চল আজ পাখি হয়ে যাই

ভর দিয়ে ইচ্ছে ডানায় ,

চল আজ কবিতা বানাই

আহ্বান হৃদয় জানায়,

তারা দিয়ে সেজেছিস তুই

কত ফুল গায়ে লেগে আছে

আমি যেন আকশকে ছুঁই

জিতে যাই পৃথিবীর কাছে ।


1 টি মন্তব্য: