পাখি
চল আজ পাখি হয়ে যাই
ভর দিয়ে ইচ্ছে ডানায় ,
চল আজ কবিতা বানাই
আহ্বান হৃদয় জানায়,
তারা দিয়ে সেজেছিস তুই
কত ফুল গায়ে লেগে আছে
আমি যেন আকশকে ছুঁই
জিতে যাই পৃথিবীর কাছে ।
চল আজ পাখি হয়ে যাই
ভর দিয়ে ইচ্ছে ডানায় ,
চল আজ কবিতা বানাই
আহ্বান হৃদয় জানায়,
তারা দিয়ে সেজেছিস তুই
কত ফুল গায়ে লেগে আছে
আমি যেন আকশকে ছুঁই
জিতে যাই পৃথিবীর কাছে ।
কত ছোট্ট - কিন্তু কি মিষ্টি
উত্তরমুছুন