ধূলোমাটির বিন্যাস
কান পেতেছি প্রাণ রেখেছি
মাটির ভাষায়
হলুদ-কাঁচা নিষিদ্ধ রাত
হাতের পাতায়
#
হাড়জমানো ভয়ের চোখে
বাড়ল বয়স
সবাই তোরা কণ্ঠে-কাঁটা
বন্ধুটি হোস
#
মা গিয়েছে বোন গিয়েছে
উল্টো পথে
মানুষ-পুরুষ গণ্ডি আঁকে
যৌন-ক্ষতে
#
কান পেতেছি প্রাণ রেখেছি
মাটির ভাষায়
রক্ত আর মাংসকুচি
হাতের পাতায় ৷
কান পেতেছি প্রাণ রেখেছি
মাটির ভাষায়
হলুদ-কাঁচা নিষিদ্ধ রাত
হাতের পাতায়
#
হাড়জমানো ভয়ের চোখে
বাড়ল বয়স
সবাই তোরা কণ্ঠে-কাঁটা
বন্ধুটি হোস
#
মা গিয়েছে বোন গিয়েছে
উল্টো পথে
মানুষ-পুরুষ গণ্ডি আঁকে
যৌন-ক্ষতে
#
কান পেতেছি প্রাণ রেখেছি
মাটির ভাষায়
রক্ত আর মাংসকুচি
হাতের পাতায় ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন