কবিমন - মানালি - আমি
কবিমন চায় পাহাড়ি ঝরনা কে
যে চঞ্চলা হরিণী হয়ে ঝাঁপিয়ে পড়বে রুক্ষ মরু বুকে
ঠোঁটের কোণে জ্যোত্স্না মেখে থাকবে … সুখে কিংবা দুঃখে ...
.
কবিমন চায় পূর্ণ শুভ্র চাঁদ কে
যে রুপগুনে হার মানাবে অন্য জ্যোতিষ্ক কে
দূরে থাকলেও মাখাবে ভালবাসা , দেবে কালো কে ঢেকে
.
মানালি ,
কবি সাজাবে কবিতা তার নিজের মত করে
কখনো ভেঙ্গে কখনো গড়ে ...
তবুও
তুই তোর অন্তরে অমলিন মানালি কে রাখিস ধরে ...
অনুভবের ঝরনায় পরিস ঝরে
রেখে দে তোর মানুষকে আপন করে
মানালি ,
তোর নীল চোখে সতেজতা , স্নিগ্ধতার ছবি
বুকে ঝড় তোলা নদীর জোয়ার
মনে হৃদয় ভাঙ্গা কষ্টকল্পিত রূপ ভাঁটার
তুই শুধুই শান্ত, স্থির দিঘি
নিশ্চুপে কবি মন ডুব লাগাই |
কবিমন চায় পাহাড়ি ঝরনা কে
যে চঞ্চলা হরিণী হয়ে ঝাঁপিয়ে পড়বে রুক্ষ মরু বুকে
ঠোঁটের কোণে জ্যোত্স্না মেখে থাকবে … সুখে কিংবা দুঃখে ...
.
কবিমন চায় পূর্ণ শুভ্র চাঁদ কে
যে রুপগুনে হার মানাবে অন্য জ্যোতিষ্ক কে
দূরে থাকলেও মাখাবে ভালবাসা , দেবে কালো কে ঢেকে
.
মানালি ,
কবি সাজাবে কবিতা তার নিজের মত করে
কখনো ভেঙ্গে কখনো গড়ে ...
তবুও
তুই তোর অন্তরে অমলিন মানালি কে রাখিস ধরে ...
অনুভবের ঝরনায় পরিস ঝরে
রেখে দে তোর মানুষকে আপন করে
মানালি ,
তোর নীল চোখে সতেজতা , স্নিগ্ধতার ছবি
বুকে ঝড় তোলা নদীর জোয়ার
মনে হৃদয় ভাঙ্গা কষ্টকল্পিত রূপ ভাঁটার
তুই শুধুই শান্ত, স্থির দিঘি
নিশ্চুপে কবি মন ডুব লাগাই |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন