প্রথম শ্রাবণ
যদি ভালবেসে বাড়াও হাত,
একটু পেতে তোমার ছোঁয়া ...
আমি বর্ষা হতেও রাজি।
যদি ছিড়েও নাও নিজ হাতে,
তোমার প্রিয়ার জন্য,
হয়ে যাব প্রথম কদম !
বৃন্ত থেকে ছিড়ে নিও তুমি আমায়,
হবো মাখামাখি দু'জনায়।
আজ খুলে দিয়েছি পুরনো বাঁধন,
ভিজিয়ে দিতে অমিয় সুধায়;
তীব্র হতে অন্তঃধারায়,
হয়ে গেছি প্রথম শ্রাবন !
যদি ভালবেসে বাড়াও হাত,
একটু পেতে তোমার ছোঁয়া ...
আমি বর্ষা হতেও রাজি।
যদি ছিড়েও নাও নিজ হাতে,
তোমার প্রিয়ার জন্য,
হয়ে যাব প্রথম কদম !
বৃন্ত থেকে ছিড়ে নিও তুমি আমায়,
হবো মাখামাখি দু'জনায়।
আজ খুলে দিয়েছি পুরনো বাঁধন,
ভিজিয়ে দিতে অমিয় সুধায়;
তীব্র হতে অন্তঃধারায়,
হয়ে গেছি প্রথম শ্রাবন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন