কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১১ আগস্ট, ২০১২

সুমিত্রা পন্ডিত

মাধবিলতার কুড়ি

মাধবিলতার একটি ছোট্ট কুড়ি
ঘুমিয়ে আছে তার আপন অন্তরে
সকালের রোদ্দুর রোজ একবার তাকে
উঁকি দিয়ে দেখে যায় ...

বাতাস তার কানের কাছে ফিসফিসিয়ে বলে
জ়েগে ওঠো মেয়ে
বসন্ত আসে যায়
পাখিরা গান গেয়ে গেয়ে ক্লান্ত হল
অবগুন্ঠিতা মাধবিলতা নতমুখি হয়ে রইল
একদিন তুমি এসে দাড়ালে ...

মেঘের ঘননীল বেশ পরে
বাড়িয়ে দিলে হাত
বললে -
আমার সঙ্গে হারাবে ঐ নীল দিগন্তে ?

মাধবিলতা মুখ তুলে চাইল
তারপর তার আপন রঙ্গিন পাপড়ি
অজান্তেই মেলে ধরল তোমার দিকে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন