তমসাছন্ন বাসর
একদিন তমসাছন্ন কোন এক কুঠুরিতে
তোমার বাসর হয়েছিল মনেমনে !
আর সেই স্মৃতি বুকে বইতে বইতে দাগ লাগিয়ে নিয়েছ ।
সেদিন তোমার কণ্ঠে যে গান ছিল, অবশেষে
তোমার ফুরিয়ে যাওয়া __ ফিরে পাও’নি স্বপ্ন ।
কত বড় আকাশটা ভেঙে পড়েছিল মাথায় শিরিষের ।
তুমি হা করে তাকিয়ে ছিলে__
আজো ভাস্কর্য টা স্বপ্নের মত তেমনি হা করে আছে !
একদিন তমসাছন্ন কোন এক কুঠুরিতে
তোমার বাসর হয়েছিল মনেমনে !
আর সেই স্মৃতি বুকে বইতে বইতে দাগ লাগিয়ে নিয়েছ ।
সেদিন তোমার কণ্ঠে যে গান ছিল, অবশেষে
তোমার ফুরিয়ে যাওয়া __ ফিরে পাও’নি স্বপ্ন ।
কত বড় আকাশটা ভেঙে পড়েছিল মাথায় শিরিষের ।
তুমি হা করে তাকিয়ে ছিলে__
আজো ভাস্কর্য টা স্বপ্নের মত তেমনি হা করে আছে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন