রেট্রোস্পেকটিভ
পাহাড়ের অনেক নীচে মানুষের ঢল
ওখানে পাথর নেই
গাছ ফুল পাখি আর জল
আমি পাথর নয়, পাথর চাপা বুকে;
পাহাড়ের ওপর থেকে সবাই মানুষ
মুখোশের বালাই নেই
আকাশ দেখা চোখে ফানুস
পাথরের স্বপ্ন নয়, ভোরের সূর্য মুখে;
পাহাড়ের সামনে ধু ধু উপত্যকা মাঠ
একা হাঁটা শূণ্যের দিকে
বিন্দু বিন্দু সব দিকচক্রবাল
জ্বলে আর নেভে, আমি ছুঁতে পারি না;
উপত্যকার রাত শান্ত নিঃঝুম নিঃশ্চুপ
মানুষ হিমজলে ভেজা
কষ্টহাসি গোপন কঠিন মুখ
ক্যানভাসে সাদা, আমি আঁকতে পারি না;
আমি যে পাহাড় কেটে মানুষ বানাতে পারি না ...
পাহাড়ের অনেক নীচে মানুষের ঢল
ওখানে পাথর নেই
গাছ ফুল পাখি আর জল
আমি পাথর নয়, পাথর চাপা বুকে;
পাহাড়ের ওপর থেকে সবাই মানুষ
মুখোশের বালাই নেই
আকাশ দেখা চোখে ফানুস
পাথরের স্বপ্ন নয়, ভোরের সূর্য মুখে;
পাহাড়ের সামনে ধু ধু উপত্যকা মাঠ
একা হাঁটা শূণ্যের দিকে
বিন্দু বিন্দু সব দিকচক্রবাল
জ্বলে আর নেভে, আমি ছুঁতে পারি না;
উপত্যকার রাত শান্ত নিঃঝুম নিঃশ্চুপ
মানুষ হিমজলে ভেজা
কষ্টহাসি গোপন কঠিন মুখ
ক্যানভাসে সাদা, আমি আঁকতে পারি না;
আমি যে পাহাড় কেটে মানুষ বানাতে পারি না ...
baaah... nijoswo chhondo niye jege uthlo ek kobita... ami je pahar-e uthte-i paari na.. unmotwo prokritir saamne-o. shikor dhuke gechhe prithibir gobhirotomo buuk-e.
উত্তরমুছুনএক পাহাড় ভালবাসা - গাছ ফুল ... সুরভিত সুন্দর এক স্বপ্ন বসবার মেলবন্ধন - সুন্দর কবিতা
উত্তরমুছুনখুব ভাল লাগলো
উত্তরমুছুন