কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১১ আগস্ট, ২০১২

সুমিত রঞ্জন দাস

রেট্রোস্পেকটিভ

পাহাড়ের অনেক নীচে মানুষের ঢল
                       ওখানে পাথর নেই
গাছ ফুল পাখি আর জল
আমি পাথর নয়, পাথর চাপা বুকে;

পাহাড়ের ওপর থেকে সবাই মানুষ
                  মুখোশের বালাই নেই
আকাশ দেখা চোখে ফানুস
পাথরের স্বপ্ন নয়, ভোরের সূর্য মুখে;

পাহাড়ের সামনে ধু ধু উপত্যকা মাঠ
                 একা হাঁটা শূণ্যের দিকে
বিন্দু বিন্দু সব দিকচক্রবাল
জ্বলে আর নেভে, আমি ছুঁতে পারি না;

উপত্যকার রাত শান্ত নিঃঝুম নিঃশ্চুপ
                      মানুষ হিমজলে ভেজা
কষ্টহাসি গোপন কঠিন মুখ
ক্যানভাসে সাদা, আমি আঁকতে পারি না;

আমি যে পাহাড় কেটে মানুষ বানাতে পারি না ...



৩টি মন্তব্য:

  1. baaah... nijoswo chhondo niye jege uthlo ek kobita... ami je pahar-e uthte-i paari na.. unmotwo prokritir saamne-o. shikor dhuke gechhe prithibir gobhirotomo buuk-e.

    উত্তরমুছুন
  2. এক পাহাড় ভালবাসা - গাছ ফুল ... সুরভিত সুন্দর এক স্বপ্ন বসবার মেলবন্ধন - সুন্দর কবিতা

    উত্তরমুছুন