যখন সন্ধ্যা নামে
ঘুমের ভেতর দেখি নদীগুলোর সজীবতা
পায়রা- বিষখালী- বলেম্বর
তোমাদের মিলনধারা বয়ে নিয়ে যায় সাগরে
যেতে যেতে দোল খায় কুমারি পথের বাঁকে
আর ,আমি অপরিনামদর্শী এক
তার চলার ছন্দে কান পেতে শুনি
নীরবতার ও হাওয়ার ভাষা থেকে উচ্চারিত
হয় তোমার নাম
যে আমার অন্তরের গভীরে লালিত জন্মথেকেই।
যেতে যেতে বেতার পাঠায় আমার পূর্বগামী মৃত আত্মাদের
আর বলে যায়, মৃত্যু কিছু নয়;
আন্ধারমানিক নদীর বুকে সন্ধ্যানামা !
ঘুমের ভেতর দেখি নদীগুলোর সজীবতা
পায়রা- বিষখালী- বলেম্বর
তোমাদের মিলনধারা বয়ে নিয়ে যায় সাগরে
যেতে যেতে দোল খায় কুমারি পথের বাঁকে
আর ,আমি অপরিনামদর্শী এক
তার চলার ছন্দে কান পেতে শুনি
নীরবতার ও হাওয়ার ভাষা থেকে উচ্চারিত
হয় তোমার নাম
যে আমার অন্তরের গভীরে লালিত জন্মথেকেই।
যেতে যেতে বেতার পাঠায় আমার পূর্বগামী মৃত আত্মাদের
আর বলে যায়, মৃত্যু কিছু নয়;
আন্ধারমানিক নদীর বুকে সন্ধ্যানামা !
ভাল লাগলো
উত্তরমুছুন