কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

রবিবার, ১২ আগস্ট, ২০১২

শান্তনু মৈত্র

বৃষ্টিপাত আর এলোমেলো রবীন্দ্রনাথ

অঝোর বৃষ্টিপাতে এক পলক তোমায় দেখা ,
সেটাই বুঝি গল্পের শুরু !!
নাকি সেটাই শান্ত আকাশে এক চিলতে বিদ্যুৎ ??
পৃথিবী তোলপাড় করেছি আমি মুক্তির আশায় ...
একটু একটু করে লিখে রেখেছি ধ্বংসের আলাপ
নিস্তব্ধ আষাঢ়ের দুপুরে ... কলঙ্কের শেষ পৃষ্ঠায়।

অত্যাচারীর বন্য সোহাগ, শুধু তোমার জন্য
হারিয়ে যায় নির্বিরোধী স্কাইস্ক্র্যাপারের আড়ালে ,
দুঃখের সন্তাপ আর নিঃসীমতায় হারিয়ে যেতে যেতে
সৃষ্টি হয় আমাদের অলিখিত মৃত্যুরহস্য ।
এমন বৃষ্টিতে মুছে যেতে থাকে শুকিয়ে যাওয়া জলের দাগ ...
বদলে যায় একটা বেরঙ্গীন সম্পর্কের ইতিবৃত্ত
আমরা রাস্তা ভুলে চলতে থাকি নিরুদ্দেশে
অক্ষমতায় খুঁজি রবীন্দ্রনাথের গান , অঝোর শ্রাবণে
হারিয়ে যেতে থাকা “বজ্র মানিক দিয়ে গাঁথা” আষাঢ়ের মালা ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন