কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১১ আগস্ট, ২০১২

মামনি দত্ত

পরে থাক মূহুর্ত


শুধু তোমার জন্যে ভবঘুরে জীবন, জীবন উচ্ছিষ্ট
'উদ্বায়ী বাসনায়।
সীমানার একপ্রান্তে গেঁথে থাকা কাঁটা তার,
উপড়ে মিশে গেছি দুর্বার স্রোতে!
আসন্ন বিদায় দৃশ্যে যবনিকা নেমেছে, নীলচে কষ্ট
বুকে জমিয়ে!

প্রতিটি পরিত্যক্ত প্রহর
কুন্ডলী পাকিয়ে নিশ্চিন্তে শীত ঘুম দেয়।
ঘুম ঘুম স্বপ্নে, অন্ধ জীবন জুড়ে চলে পরাবাস্তবতার
খেলা!
অবচেতন ইন্দ্রিয়ের রোমান্টিকতায় দুরারোগ্য
অসুস্থতা হাতছানি দেয়!!
বাতাসে ফুলের মৃদু সুবাস জানান দেয়, তার অস্থিরতা।

হাওয়ায় এই মূহুর্তে জেগে ওঠে, কতো বারুদ আর লাশের
গন্ধ!
মৃত গন্ধ খসে পড়ে হিজলের ছায়া মেখে, পদ্মপাতায়
জীবন বাজি ধরে চলে!
অপস্রিয়মান চাঁদের অট্টহাসিতে প্রহেলিকা আরও
গাঢ় থেকে গাঢ় হয়।
তিক্ততার স্বাদ হনহনিয়ে হেঁটে আসে, গভীর
অন্তরসমূহে।
আর নিজেকেই ছিন্নভিন্ন করে চলি, সব মৃতের দুর্ভাগ্য
ললাটে মেখে।


1 টি মন্তব্য: