শেষ অনুরোধ
তোমার ব্যবহার জ্বালা ধরাল আমার মনে
তবুও আমি তোমায় ভালবাসলাম মন-প্রান দিয়ে ।
লজ্জার মাথা খেয়ে একদিন তোমাকে প্রশ্ন করলাম ,
ভালবাস কি তুমি
আমাকে ?
বেশ কিছুক্ষণ নিরুত্তর রইলে তুমি,
তারপর জবাব এল অপমান হয়ে ,
অপমানিত আমি ফিরে চললাম আবার একাকীত্বের গভীরে ।
আমার বাস্তবে তুমি নেই , কিন্তু
কল্পনায় – তুমি আছো আর আমি আছি
পাশাপাশি ...
ভালোবাসা মোদের সাথি সেখানে ।
নেই সেথা বিরহের জ্বালা , অপমান আর একাকীত্ব ।
দয়া করে মোর কল্পনায় ইতি টেনে দিও না
এই মোর অনুরোধ ।
আর সামান্য অনুরোধ –
ভালো না বাসলেও ঘৃণা করো নাহয় আমাকে
সেই হবে মোর পরম পাওয়া ।
তবু জানব – কেউ ঘৃণা করে আমাকে
অন্তত মনে করে আমাকে একটিবার
এভাবেই রয়ে যাব তোমার হৃদয়ে ...
অনুরোধ রাখবে তুমি ... ।
তোমার ব্যবহার জ্বালা ধরাল আমার মনে
তবুও আমি তোমায় ভালবাসলাম মন-প্রান দিয়ে ।
লজ্জার মাথা খেয়ে একদিন তোমাকে প্রশ্ন করলাম ,
ভালবাস কি তুমি
আমাকে ?
বেশ কিছুক্ষণ নিরুত্তর রইলে তুমি,
তারপর জবাব এল অপমান হয়ে ,
অপমানিত আমি ফিরে চললাম আবার একাকীত্বের গভীরে ।
আমার বাস্তবে তুমি নেই , কিন্তু
কল্পনায় – তুমি আছো আর আমি আছি
পাশাপাশি ...
ভালোবাসা মোদের সাথি সেখানে ।
নেই সেথা বিরহের জ্বালা , অপমান আর একাকীত্ব ।
দয়া করে মোর কল্পনায় ইতি টেনে দিও না
এই মোর অনুরোধ ।
আর সামান্য অনুরোধ –
ভালো না বাসলেও ঘৃণা করো নাহয় আমাকে
সেই হবে মোর পরম পাওয়া ।
তবু জানব – কেউ ঘৃণা করে আমাকে
অন্তত মনে করে আমাকে একটিবার
এভাবেই রয়ে যাব তোমার হৃদয়ে ...
অনুরোধ রাখবে তুমি ... ।
khub valo laglo. Shuvokamona kobi :)
উত্তরমুছুনখুব ভাল লাগলো
উত্তরমুছুন