সোমালি হিল্লোল
জলতরঙ্গ মূর্ছনায় কুল কুল বয়ে যায় এঁকে বেঁকে কোয়েল
পাতাবাহারি আড়ালে সারা দিন গান গায় দোয়েল -
.
প্রানের আনন্দে নেচে নেচে বেড়ায় ফিঙে -
সোমালি জলপ্রপাতে সূর্যের আলো ভালবাসায় যায় ভেঙ্গে
ময়ুরী হিল্লোলে ফুল ফোটে প্রজাপতি হেসে ওঠে বর্ণালী বিহঙ্গে;
.
নির্মেঘ নীল আকাশে উড়ে বেড়ায় মনের রংবেরঙ্গি ঘুড়ি -
নদীর ধারে নামিয়ে দিয়েছে ভালোবেসে প্রবীন বটগাছ তার ঝুরি;
.
কবিতার রাখালের প্রাণ মাতাল করা বাঁশির সুর -
ভেসে আসে বাতাসে - কেঁপে কেঁপে - স্তব্ধতা ভেঙ্গে সুমধুর;
.
নদীর বুকে পানসি চলে ভেসে অজানার উদ্দেশে ....
ভাটিয়াল গানের প্রানমধুর রেশ আসে ভেসে ---
.
ভগবান মধুর হেসে পৌঁছে দেন কবিতার সব পেয়েছির দেশে
একটি অনন্য সুন্দর কবি মন বন্ধুকে হাত ধরে নিয়ে এসে ...
জলতরঙ্গ মূর্ছনায় কুল কুল বয়ে যায় এঁকে বেঁকে কোয়েল
পাতাবাহারি আড়ালে সারা দিন গান গায় দোয়েল -
.
প্রানের আনন্দে নেচে নেচে বেড়ায় ফিঙে -
সোমালি জলপ্রপাতে সূর্যের আলো ভালবাসায় যায় ভেঙ্গে
ময়ুরী হিল্লোলে ফুল ফোটে প্রজাপতি হেসে ওঠে বর্ণালী বিহঙ্গে;
.
নির্মেঘ নীল আকাশে উড়ে বেড়ায় মনের রংবেরঙ্গি ঘুড়ি -
নদীর ধারে নামিয়ে দিয়েছে ভালোবেসে প্রবীন বটগাছ তার ঝুরি;
.
কবিতার রাখালের প্রাণ মাতাল করা বাঁশির সুর -
ভেসে আসে বাতাসে - কেঁপে কেঁপে - স্তব্ধতা ভেঙ্গে সুমধুর;
.
নদীর বুকে পানসি চলে ভেসে অজানার উদ্দেশে ....
ভাটিয়াল গানের প্রানমধুর রেশ আসে ভেসে ---
.
ভগবান মধুর হেসে পৌঁছে দেন কবিতার সব পেয়েছির দেশে
একটি অনন্য সুন্দর কবি মন বন্ধুকে হাত ধরে নিয়ে এসে ...
তুলনাহীন... চমৎকার...
উত্তরমুছুনচমৎকার...
মুছুনপদে পদে মিল খুঁজে গুণে দেখি চোদ্দ
উত্তরমুছুনএই দেখ লিখে দিনু কী ভীষণ পদ্য
khuub sundor sidh... :) aamar khuuub pochhondo hoyechhe eta... bhishon aaram e bhore tulo-r deshe pouchhe gelaam... kintu tumi er theke-o bhalo likhte paaro.... tumi to jaano seta.. :)
উত্তরমুছুনKi je shundor kobitata!! Just Superb!!! Loved it........
উত্তরমুছুনআরো জানার আকাঙ্খা রেখে গেল
উত্তরমুছুনমাটির অনাঘ্রাত গন্ধ পেলাম বন্ধু।
উত্তরমুছুন