কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

বৈদূর্য্য সরকার

মরসুমী

সরলতারা ছেড়ে যায় আমাদের

নির্বাসিত বন্দর থেকে বন্দরে ,মায়াবিনি থাকে
জীবনের পাতা ঝরার মরসুমগুলোয়...উল্টোপিঠে ,
পুরোনো জনপদে ফিরে খুঁজি
ইঁটের ফাঁকে জমে থাকা গল্প
আসল নকল সব মিশে যায়।

এসে বসা কিছুকাল, পাশাপাশি কথা না বলে

বুকে জমিয়ে রাখা কাঁটাগাছ ওপরানো সহজ নয়
তাই ধার করা কথায় মিথ্যে কথোপকথন,
নকল সে আরো নিঁখুত
কেয়ারি করা বাগানের মত ,মরসুমী
তুই 'যাই' বললে বেকুবের ঘাড়নাড়া
ধূসর হয়ে যায় সব । অথচ কোথাও
এতটুকু মলিনতা নেই, আকাশের দিকে তাকিয়ে...
পথ বদলায় ,থেকে যায় সাইকেলে ছেলেমেয়ের দল ।

মানুষের ভিড়ে এক একটা চাল দিতে যাওয়ার আগে 

আমি সরলতার কাছে হেরে যাই বারবার ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন