কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

সায়ন দে

ভোরের আলো

ইচ্ছের দিগন্তরেখা রাঙা হয়ে আসে
কিছু না বলা কথা রা মেঘ হয়ে যায়, তুমি সূর্যোদয়ের আগে মিটি মিটি হেসে
দেখা দাও স্নিগ্ধতার কিনারায় ।

পাখি উড়ে যায় যত প্রেমিক হিয়ার দেশে

গাছে গাছে আশা ভরসার ফোটে ফুল,
সবাই ভাবে বুঝি সূর্য এসেছে ভেসে
কিন্তু আসলে এ সবই মহাভুল ।

ভোরের আলো দুঃখ আলো, উৎকণ্ঠার হেতু

ভোর আসলে পেয়েও না পাওয়া সুখ ,
যারা রবির পরশে মত্ত, তারা বোকা...
ভোরের আলো ভরায়না কভু বুক ।

এ আলো কেবল সূচনার দেয় ডাক,

সবাইকে বলে " বাইরে বেরিয়ে আয়",
আসল সূর্য ওঠার অনেক আগে...
এ আলো শুধু স্বপ্ন দিয়ে যায় । 



২টি মন্তব্য: