কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

পর্ণা ব্যানার্জী


    কাহিনি

   
নিভু চোখে স্ট্রিট লাইট গুলো
   
সবে আড়মোড়া ভেঙ্গে উঠল
   
এখনও ঘুমের নেশা
   
স্বপ্ন জড়িয়ে মিটিমিটি চোখে তাকায়
   
কুয়াশা ঘিরে ধরেছে আলোর মাদকতা
   
আবার এক নতুন স্বপ্ন জাগানো রাত
   
নতুন গল্প ...
   
নতুন চাঁদ ...
   
নতুন ভাবে চোখের কোণে খোলা আকাশ
   
ভালোবাসা অভিসারে যেতে প্রস্তুত
   
জল...বাতাস ... আগুন... আকাশ... সব কিছুটা থমথমে
   
ভারী হয়ে আসছে মাঝে মাঝে ...
   
হেলে দুলে চলা মৃদু মন্দ বাতাস ...
   
মেঘগুলো যেন কানামাছি খেলায় মগ্ন
   
নেশা ধরানো রাতকে তারাই যেন সুন্দর ভাবে
   
চোখের ফ্রেমে বেঁধে রাখতে চায়
   
রোমাঞ্চকর অনুভূতি ...
   
সহবাসে ব্যস্ত ভালোবাসা ...
   
মেঘালি রাতের নরম হাতছানি ...ভালোবাসার আবেশ জাগিয়ে যায়
   
চুপিচুপি চাঁদ মনে মিশে যেতে চায়
   
খেয়াল নেই ... উঁকি ঝুঁকি চোখের দিকে
   
ফিসফিস করে ওরা যে ...
   
ভালোবাসাকে লিপিবদ্ধ করছে ... আকাশের কোণে ...
   
দুই আত্মার মিলন ...
   
বাঁধা বিপত্তি এড়িয়ে ... নিশ্বাসের কাছাকাছি ...
   
উপলব্ধি দিয়ে বুঝিয়ে দিচ্ছে নেশার ছোঁয়া ...
   
একটু দাড়িয়ে যা তোরা ...
   
তোদের স্বপ্ন চোখটা একটু ঢেকে দিয়ে শুরু করি ...
   
স্বপ্ন জাগানো রাতের গল্প কাহনি ...।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন