সম্বিত
কাব্য রচনায় আমার
প্রতিভা সবার
জানা,
অভিনন্দনে আপ্লুত
হই
করতে পারিনা
মানা।
প্রিয়জনেরা সবাই
মিলে
আমার প্রশংসা
করে,
কবিতা পাঠের
জন্য
বারবার এসে
ধরে।
প্রশস্তির এই
বন্যায়
কর্তব্য গুলো
ভুলি,
দিনরাত সৃষ্টির
উন্মাদনায়
কলমে তুফাণ
তুলি ।
সংসারে পারিনা
করতে
কোন অর্থ- সংস্হান ,
জোটেনা ভাত
দুবেলা
স্ত্রীর বুকভরা
অভিমান।
শক্ত ব্যাধিতে
সহধর্মিণী
গেলেন একদিন
চলে,
ওষুধ-পথ্য
পারিনি দিতে
তার মুখেতে
তুলে।
সেদিন রাত- ভোর
ভাবলাম কত
শত ,
সকালে ভক্তের
দল
দরজায় অপেক্ষারত।
কবিতা পাঠে
নারাজ
জোড় করলাম
হাত ,
“দিতে পারো
আমায়
দুবেলা দুমুঠো
ভাত।“
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন