কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

শান্তনু মৈত্র


মায়াবিনী

মায়াবী শরীরের আড়ালে লুকিয়ে রাখা লাস্যে জমাট বাঁধে
রাত্রির শোকস্তব্ধ নিঃশ্বাস ...
কামনার লাল-নীল রঙে হারিয়ে যায় সময়
আমরা আবার ফিরে আসি গ্রহান্তরে ...
                  পাপবোধের অপরিসীম শূন্যতায় ।

আচম্বিতে তোমার চোখে জ্বলে ওঠে নিস্পৃহতার আগুন,
শুকনো পাতার ভিড়ে লুকিয়ে থাকা অচেনা পদক্ষেপে
ফিরে আসে উল্লাস ... মেঘবালিকার দুচোখে  নামে অঝোর শ্রাবণ
                    আর শীতঘুমের বিষণ্ণতায়  জ্বলে ওঠে একচিলতে আলো।

অজান্তেই লিখে রাখি না বলা কিছু কথা ...
নিঃশব্দে জমতে থাকা কিছু সম্পর্কের শারীরবৃত্তীয় খতিয়ান,
পতঙ্গের মত শরীর থেকে শরীরে ছড়িয়ে যায়
কামনার স্রোত ... আমরা দিনের পর দিন আটকে থাকি
অবিশ্বাসের আবরণহীন মানচিত্রে,

                ... আমরা মুক্তি চাই সীমাহীন বিশ্বাসের অস্থিরতায়
                                   তুমি যন্ত্রণা হয়ে ফিরে এসো বারবার ...
                                            এই শহরের আলোকিত অন্ধকারে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন