ফুল, আমি ভুল করি
ফুল সে তো নিজে থেকে ফুটেছিল ।
গন্ধ সে তো নিজে থেকে প্রকাশিল ।
আমার সত্তায় সে নিরবে নাড়া দিল ।
রূপ দিয়ে রস দিয়ে কাছে টেনে নিল ।
হারিয়ে গেলাম আমি ফুলের আবেশে ।
ভালবেসে কাছে এসে গেলাম যে মিশে ।
এরপর শুধু প্রেম আর অনুভব ।
দৃষ্টি হারায়ে শুধু প্রেম বৈভব ।
মন দিয়ে মন চলে আদান প্রদান ।
সত্তা যে এক হোল হৃদগত টান ।
একদিন দেখি ফুল প্রায় মৃতবৎ ।
কি হোল সখীর ওগো আজি এ হঠাৎ ?
“ভালবাসা পেয়েছি গো মোর সারা গায়ে,
জল কেন দাও নি সখা গাছের গোড়ায় ?”
ফুল সে তো আরও কিছু চেয়েছিল ।
ফুল সে তো নিজে থেকে ফুটেছিল ।
ফুল সে তো নিজে থেকে ফুটেছিল ।
গন্ধ সে তো নিজে থেকে প্রকাশিল ।
আমার সত্তায় সে নিরবে নাড়া দিল ।
রূপ দিয়ে রস দিয়ে কাছে টেনে নিল ।
হারিয়ে গেলাম আমি ফুলের আবেশে ।
ভালবেসে কাছে এসে গেলাম যে মিশে ।
এরপর শুধু প্রেম আর অনুভব ।
দৃষ্টি হারায়ে শুধু প্রেম বৈভব ।
মন দিয়ে মন চলে আদান প্রদান ।
সত্তা যে এক হোল হৃদগত টান ।
একদিন দেখি ফুল প্রায় মৃতবৎ ।
কি হোল সখীর ওগো আজি এ হঠাৎ ?
“ভালবাসা পেয়েছি গো মোর সারা গায়ে,
জল কেন দাও নি সখা গাছের গোড়ায় ?”
ফুল সে তো আরও কিছু চেয়েছিল ।
ফুল সে তো নিজে থেকে ফুটেছিল ।
কবিতা অসাধারণ
উত্তরমুছুন