বৃক্ষের অসুখ
মন্ত্রের পাঁচন গিলে গিলে
এই দুর্দশা এনেছি।
ডালশুদ্ধ গজিয়েছে মগজে। নতুন
কিশলয় বাকি।
ছেড়ে দিতে পার এখন। পলিশ করা
জুতো কাত হয়ে
দাড়িয়ে আছে তোমাকে দেবে ভবিষ্যত
রিসাইকেলে জমানো ক্লোন সুখ।
অতঃপর একই পাচনে
রেণু ঝরে গেলে
তুমি আবার খুঁজবে বৃক্ষের অসুখ।
মন্ত্রের পাঁচন গিলে গিলে
এই দুর্দশা এনেছি।
ডালশুদ্ধ গজিয়েছে মগজে। নতুন
কিশলয় বাকি।
ছেড়ে দিতে পার এখন। পলিশ করা
জুতো কাত হয়ে
দাড়িয়ে আছে তোমাকে দেবে ভবিষ্যত
রিসাইকেলে জমানো ক্লোন সুখ।
অতঃপর একই পাচনে
রেণু ঝরে গেলে
তুমি আবার খুঁজবে বৃক্ষের অসুখ।
কবিতা জুড়ে অনবদ্য এক মুন্সিয়ানা ....
উত্তরমুছুন