নীল পাখিকে উড়ো চিঠি
( ২ )
কেমন আছিস নীলপাখি তুই
দুদিন আমি ছিলাম না
তোর দরজায় কড়া নাড়লাম
শুনতে পাসনি সত্যি বল।
কেমন আছিস নীলপাখি তুই
আমার মনের পর্দা উধাও
দিনের বেলায় মেঘরোদ্দুরে
হংসবালিকা নাচ দেখায়।
কেমন আছিস নীলপাখি তুই
দুষ্টু হাসে মিষ্টি রোদ
সেই দুপুরে রবীন্দ্রগান
ভূমিকম্পে কাঁপছিলো।
কেমন আছিস নীলপাখি তুই
উথালপাথাল ষাঁড়ের বান
তোকে ভাবলেই ধমনীতে
রক্ত হয় বুলেটট্রেন।
কেমন আছিস নীলপাখি তুই
রঙ ছড়িয়ে সমুদ্র নীল
দেখবো বলে হাপিত্যেশ
পাহাড়চূড়োয় বাদামী ফুল।
কেমন আছিস নীলপাখি তুই
ঢেউ এর তালে ভাটিয়ালি
আমার বুকে ছোট্ট বাসা
শেকল খাঁচা কিচ্ছু নেই।
( ২ )
কেমন আছিস নীলপাখি তুই
দুদিন আমি ছিলাম না
তোর দরজায় কড়া নাড়লাম
শুনতে পাসনি সত্যি বল।
কেমন আছিস নীলপাখি তুই
আমার মনের পর্দা উধাও
দিনের বেলায় মেঘরোদ্দুরে
হংসবালিকা নাচ দেখায়।
কেমন আছিস নীলপাখি তুই
দুষ্টু হাসে মিষ্টি রোদ
সেই দুপুরে রবীন্দ্রগান
ভূমিকম্পে কাঁপছিলো।
কেমন আছিস নীলপাখি তুই
উথালপাথাল ষাঁড়ের বান
তোকে ভাবলেই ধমনীতে
রক্ত হয় বুলেটট্রেন।
কেমন আছিস নীলপাখি তুই
রঙ ছড়িয়ে সমুদ্র নীল
দেখবো বলে হাপিত্যেশ
পাহাড়চূড়োয় বাদামী ফুল।
কেমন আছিস নীলপাখি তুই
ঢেউ এর তালে ভাটিয়ালি
আমার বুকে ছোট্ট বাসা
শেকল খাঁচা কিচ্ছু নেই।
যাচ্চলে নীলপাখির শেষে এই অবস্থা...!
উত্তরমুছুনহা...হা...হা...
কেউ দেখেনও নি...!