ধুলো মাখা স্বপ্ন
ছবিটার ওপর জমাট বেঁধেছে
অনাদর ও বিস্মৃতির ধুলো
আজকে যেন সবকিছুই এলোমেলো
স্বপ্নটা ছিল হাতের মূঠোয়
হঠাৎ করে কী যে হোলো
ছুঁতে চেয়েছিলে ঐ বিশাল আকাশটাকে
যে রোদ বৃষ্টি নামায়
রাত্রির গায়ে জ্বলত জোনাকআলো
তটিনীর বুকে ছিল মৃদুমৃদু ছন্দ
বাঁচতে পারনি এই স্বপ্নের শহরের বিবর্ণ আসরে
জানি পারবে সরাতে ঘুণে ভরা মূল্যহীন ছবিটাকে
নতুন করে আড়াল ভেঙ্গে দেখবে এবার
নতুন সূর্য টাকে...চিনবে তুমি চেনা স্বপ্নকে
ছবিটার ওপর জমাট বেঁধেছে
অনাদর ও বিস্মৃতির ধুলো
আজকে যেন সবকিছুই এলোমেলো
স্বপ্নটা ছিল হাতের মূঠোয়
হঠাৎ করে কী যে হোলো
ছুঁতে চেয়েছিলে ঐ বিশাল আকাশটাকে
যে রোদ বৃষ্টি নামায়
রাত্রির গায়ে জ্বলত জোনাকআলো
তটিনীর বুকে ছিল মৃদুমৃদু ছন্দ
বাঁচতে পারনি এই স্বপ্নের শহরের বিবর্ণ আসরে
জানি পারবে সরাতে ঘুণে ভরা মূল্যহীন ছবিটাকে
নতুন করে আড়াল ভেঙ্গে দেখবে এবার
নতুন সূর্য টাকে...চিনবে তুমি চেনা স্বপ্নকে
সুন্দর অনুভুতি পেলাম |
উত্তরমুছুন