সমবণ্টন
আমি তোমাকে চাই আমার
অস্তিত্বে সত্ত্বায় সত্যে
আমি তোমাকে বাস্তবে চাই ।।
তুমি কী আমার সঙ্গে যাবে
দীর্ঘ পদব্রজে কিংবা লেজার তরঙ্গ হয়ে
ধবধবে রৌদ্রালোকে আবছা আধা আলোয়
অনন্ত অমাবস্যার অন্ধকারে
জ্যোৎস্নামাখা নরম আধানে
উদোম শরীরে লাগা ঝড়ো বাতাসের
মায়াবী সুপ্রিয় স্পর্শে শিহরণে জাগরণে
বৈশাখী জলের ঝাপটায়
বোসন সুপারনোভার বিস্ফোরিত তরঙ্গে
শীতল কৃষ্ঞ সুড়ঙ্গে
মেঘপুঞ্জে আনন্দ নিলয়ে
আজীবন সঙ্গী হয়ে হাতে হাত রেখে
হৃদয়ে হৃদয় জ্যোৎস্না মেখে
ধ্যানে জ্ঞানে অর্ধ চেতনায়
স্রোতোবহা তিস্তার ঘোলাট জলে
ভালবাসার বিস্বস্ত প্লাজমা জগতে
যুগে মহাযুগে কালে মহাকালে ।।
জানি
নাড়ীর টান তোমার খুব অসীম তীব্র সুতীব্র
আমারও খুব কম কিছু নয়-
তবুও ইচ্ছায় অনিচ্ছায়
ফারাক্কা তিস্তা ব্যারেজ ভেঙ্গে
আমরা সমবণ্টন করতে পারি সবুজ ভূমি
সবুজ গালিচা সবুজ শস্যের ক্ষেত
পাহাড় নদী হাকালুকি হাওর
দারূচিনি দ্বীপ ভালবাসার স্বপ্নজগত ।।
আমি তোমাকে চাই আমার
অস্তিত্বে সত্ত্বায় সত্যে
আমি তোমাকে বাস্তবে চাই ।।
তুমি কী আমার সঙ্গে যাবে
দীর্ঘ পদব্রজে কিংবা লেজার তরঙ্গ হয়ে
ধবধবে রৌদ্রালোকে আবছা আধা আলোয়
অনন্ত অমাবস্যার অন্ধকারে
জ্যোৎস্নামাখা নরম আধানে
উদোম শরীরে লাগা ঝড়ো বাতাসের
মায়াবী সুপ্রিয় স্পর্শে শিহরণে জাগরণে
বৈশাখী জলের ঝাপটায়
বোসন সুপারনোভার বিস্ফোরিত তরঙ্গে
শীতল কৃষ্ঞ সুড়ঙ্গে
মেঘপুঞ্জে আনন্দ নিলয়ে
আজীবন সঙ্গী হয়ে হাতে হাত রেখে
হৃদয়ে হৃদয় জ্যোৎস্না মেখে
ধ্যানে জ্ঞানে অর্ধ চেতনায়
স্রোতোবহা তিস্তার ঘোলাট জলে
ভালবাসার বিস্বস্ত প্লাজমা জগতে
যুগে মহাযুগে কালে মহাকালে ।।
জানি
নাড়ীর টান তোমার খুব অসীম তীব্র সুতীব্র
আমারও খুব কম কিছু নয়-
তবুও ইচ্ছায় অনিচ্ছায়
ফারাক্কা তিস্তা ব্যারেজ ভেঙ্গে
আমরা সমবণ্টন করতে পারি সবুজ ভূমি
সবুজ গালিচা সবুজ শস্যের ক্ষেত
পাহাড় নদী হাকালুকি হাওর
দারূচিনি দ্বীপ ভালবাসার স্বপ্নজগত ।।
খুব সুন্দর লিখেছেন।
উত্তরমুছুন