অপরিহার্য
তোমার সাথে
আমার দৈনন্দিন মুঠোফোনে আলাপন
নিয়মিত একটা
ব্যপার হয়ে দাঁড়িয়েছে।
প্রতিদিন
ক্ষুদ্রবার্তায় পাঠানো দু’তিন লাইন
গানের কলিও
তোমার নিকটে বেশ অর্থবহ মনে হয়।
নিসর্গে কিছু
সম্পর্ক অতি প্রয়োজন
মাছের জন্য
জলের আর পাখির জন্য আকাশ
গাছের জন্য
মাটি বা অরণ্যের জন্য পশু-পাখি
বৃষ্টির জন্য
মেঘের আর বাঙালীর জন্য ভাত।
তেমনি শিল্পির
জন্য রং-তুলি কিংবা
সঙ্গীতের জন্য
যেমন সুরের অপরিহার্যতা
তেমনি আমার
জন্যও তুমি অপরিহার্য গৌরী!
সুন্দর লিখেছেন।
উত্তরমুছুনধন্যবাদ moudasgupta
উত্তরমুছুন