কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

সুমিত রঞ্জন দাস

পতিতা



স্পর্শকাতর একটা সিগারেটের ধোঁয়ায়

কুন্ডলীকৃত নারীসৌন্দর্য্য;

বোতলের নিশিচন্দ্রানী গড়িয়ে যায় মুক্তির দিকে

#

তুমি মুক্ত - ভাবতে থাকো

ভাবো মুক্তির স্বাদে মত্ত নাড়ী ছেঁড়া ভোর ...

#

সকালের ঝুলিতে এখন অনেক টাকা

ফিরে দেখোনা আর ওইসব শুকিয়ে যাওয়া রক্তের দাগ।




৬টি মন্তব্য: