কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

পর্ণা


প্রিয়তমার প্রতি

সেদিন অভিমানে বলে গেলে-
কাল আর আসব না তোমার কাছে
পরের দিনও আসবে কিনা জানিনা
একরাশ হতাশা আর রক্তাক্ত হৃদয় নিয়ে
অনন্তকালীন অপেক্ষা শুধু তোমার জন্যই !

প্রতিদিন সকালে ইনবক্সে মেসেজ রেখে যাও
আজ পাইনি তোমার সুপ্রভাত ভালোবাসা

পাইনি জড়িয়ে ধরার সেই চেনা গন্ধ
কিংবা ঠোঁটের সেই উষ্ণ মাতাল চুম্বন
কিছু না পাওয়ার কষ্টে অতিষ্ঠ জীবন !

আবার ফিরে আসবে সেই বিষণ্ণ দুপুর
একা গিয়ে বসে থাকা প্রিয় শিরীষ
হতাশ চোখে চেয়ে দেখা ক্ষীণস্রোতার  বয়ে চলা
কুড়িয়ে আনি ঝরে যাওয়া সব পাতা
বিছিয়ে শুয়ে দেখি আসন্ন সন্ধ্যার আগমন
পূর্ণিমার চাঁদের কাছে নালিশ জানাব আজ
ফিরিয়ে দাও আমার প্রিয়তমার প্রিয় আঁচল !!!

1 টি মন্তব্য: