কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

নীলিমা নিলি

উপাখ্যান
 
তোমার উপাখ্যান দেয়া আমার দ্বারা কি সম্ভব?
না,
তোমার ব্যাপ্তি যে কতোখানি ?
সেটাও ব্যাখ্যা দেয়া অসম্ভব !
একটা ঝটকায় পাল্টে যেতে পারে সাগর পাহাড় ভূমি ,
কিন্তু পাল্টাতে পারবেনা আমার মনের
বিশালতাকে ।
তোমার উপাখ্যান ভুলে যাওয়া কি সম্ভব ?
না,
এক বিন্দু সিন্ধু পরিমাণ যে গভীর খাঁদ তুমি তৈরি করেছো ,
সেখানে শতবার জল সেচলেও এতোটুকুও কমবেনা ।
মোহনার সাথে মিশে যেতে চেয়েও
এখন তা আর পারা যায়না ।
তোমার উপাখ্যান দেয়া আমার পক্ষে কি সম্ভব ?
না ...
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন