ডুবে যাচ্ছি ওমে
এই প্রথম বুঝলাম ডুবে যাচ্ছি আমি
ডুবে যাচ্ছি তোমার ওম এ
বুকের মধ্যে উদোম তেপান্তর
ন্যাংটো ফকিরের মতো ...
কেবল ই ঈশ্বর খুঁজে বেড়ায়,
ডুবতে ডুবতে বুঝে গেছি
ভালোবাসলে খড় কুটো ও
বড্ড আপন মনে হয় !
এই প্রথম বুঝলাম ডুবে মরার সুখ
প্রথমে গোড়ালি ভেজানো জল
অসুখের মতো, বিকারগ্রস্তের মতো
হাঁটু ছোঁয় , তারপর কোমর
ঈশ্বর বেটা প্রথম রাতেই বেড়াল
মারবার কথা বলেছিলো ... আর আমি
জলের ভেতরে ভালোবাসা কে ডাকি
গলা অবধি, মাথা অবধি ...
যতক্ষণ ওম ততক্ষণ ডুবসাঁতার আমার !!
তুমি আর না করো না এই দুপুরে
আমাকে ডোবাও এক্কেবারে নিজের ভঙ্গিমায়
ন্যাংটো ফকিরের কি থাকে বাটপাড় এর ভয় ????
এই প্রথম বুঝলাম ডুবে যাচ্ছি আমি
ডুবে যাচ্ছি তোমার ওম এ
বুকের মধ্যে উদোম তেপান্তর
ন্যাংটো ফকিরের মতো ...
কেবল ই ঈশ্বর খুঁজে বেড়ায়,
ডুবতে ডুবতে বুঝে গেছি
ভালোবাসলে খড় কুটো ও
বড্ড আপন মনে হয় !
এই প্রথম বুঝলাম ডুবে মরার সুখ
প্রথমে গোড়ালি ভেজানো জল
অসুখের মতো, বিকারগ্রস্তের মতো
হাঁটু ছোঁয় , তারপর কোমর
ঈশ্বর বেটা প্রথম রাতেই বেড়াল
মারবার কথা বলেছিলো ... আর আমি
জলের ভেতরে ভালোবাসা কে ডাকি
গলা অবধি, মাথা অবধি ...
যতক্ষণ ওম ততক্ষণ ডুবসাঁতার আমার !!
তুমি আর না করো না এই দুপুরে
আমাকে ডোবাও এক্কেবারে নিজের ভঙ্গিমায়
ন্যাংটো ফকিরের কি থাকে বাটপাড় এর ভয় ????
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন