কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

অঙ্কন নন্দী

এক মুঠো ভাত
 
(১)
উদরকোঠরে জ্বলে ভিসুভিয়াস-
জ্বালামুখী লাভা করে সদম্ভে উদগীরণ,
সে লাভা চলে গড়িয়ে- ধমনীর টানেল বেয়ে…
অস্তিত্বের গোড়ায় গোড়ায়;
সর্বাঙ্গ বিদ্রোহ করে একতালে-
অনলের আঁচে- বিদগ্ধ কয়লা হয় অন্তরাঙ্গন,
নিউরণ হারায় নিয়ন্ত্রণ… আর অনুভবের সত্ত্বাধিকার;
দেহের প্রতিটি সেল তখন- অহমিকার পাষাণপুরী ভেঙ্গে…
ভিখারির সমান্তরালে এসে দাঁড়িয়ে যাচে-
এক মুঠো ভাত ।।

(২)

ক্ষুধার রাজ্যে প্রবেশাধিকার সংরক্ষিত-
অভিলাষী বিবেকের…
মননের কাবা-মন্দির-গীর্জা গুঁড়িয়ে-
হাতে উঠে আসে তীক্ষ্মধার খঞ্জরফলা,
রক্তের ফোয়ারা বয়… থমকে ওঠে পৃথিবী-
মানবতা- সে পায়না কান্নারও তিলমাত্র সুযোগ;
ক্ষুধার অঙ্গারে ছাই হয়- আবেগের শেষ কণাটিও…
এক মুঠো ভাতের লড়াইয়ে-
নেমে আসে লাখো…
মানুষ নামের প্রাগৈতিহাসিক জীব !!

(৩)

মূর্ত আমাতে প্রাণ সঞ্চারে-
বসুন্ধরা তরে হাত তুলে মাগি…
এক কণা শস্য দানা,
যে দানায় পরিপালিত হবে মোর আগামী…
পৃথিবী উঠবে নিরন্তর হেসে-
অনাবিল শস্য সম্ভারে;
আমায় তুমি করুণা কোরোনা বিধি-
না দিও না হয় শেষ ক্ষণে মুখে….
এক মুঠো ক্ষুধার অন্ন,
শুধু মোর সন্তানেরে- তুমি দিও সেই অধিকার…
যেন না জ্বলে কভু তার কোমল উদরে…
পাপিষ্ঠ এই ক্ষুধার আগুন,
তার তরে মোরে বরদান দেহ-
এক মুঠো ভাত ।।

(৪)

আজো সেই ছুটির ঘন্টা শুনি-
ঢং ঢং ঢং……………
সেই কোমল মুখ- পবিত্র হাসি,
ঝলসে গেলো… ক্ষুধার আগ্রাসী হুতাশনে;
ক্ষুধা….. প্রাণহীন মমতাবিলুপ্ত দানব সে-
ইচ্ছেমতো তান্ডব নাচে শিশুর…
কলমিলতা অবয়বে,
প্রাণ আর আত্মার জোড়াসাঁকো করে চূর্ণ;
নিমেষে নয়-
তড়পাতে তড়পাতে ঝলসায় নধর মাংস !!
শেষে রেখে যায়-
আধখাওয়া কিছু বইয়ের পাতা…..
আর- টিফিনের বাক্সতে ক্ষুধার্ত দাঁতের শেষ দংশন ।।


(৫)

উদরের অলিতে গলিতে জ্বলে যবে-
ক্ষুধার লেলিহান টগবগে শিখা,
ধমনী শিরা পাকায় তালগোল একে অপরে…
যন্ত্রণা হৃদপিন্ড আঁকড়ে ধরে লৌহথাবায়,
খাবি খায় অবয়ব- জলে তোলা মাছের প্রায়…
দু’চোখ হারায় জ্যোতি-
নিঃশ্বাস থমথমে অনিয়মে ভরা….
মৃত্যু কড়া নাড়ে শিয়রের ধারে এসে;
বিবেক তখন ভীত সন্ত্রস্ত-
হাত পা ছুঁড়ে পালাবার পথ খুঁজে…
অমীমাংসিত আবেগ ফেলে ।।

(৬)

হাসির কলরোল ভোলায় সবই-
বাতাসের ভাঁজে ভাঁজে- আতরের উৎকটতা,
শীৎকারের সুনিপুণ আভিনয়ে…
চেষ্টার ত্রুটি রাখে না- অপরিণত বারবণিতা…
খুশি করার চেষ্টায় জনৈক প্রৌঢ় খদ্দের;
যৌনপল্লীর প্রতি কামরা উল্লাসে মাতে-
রঙিন নেশায় বুঁদ হয়ে,
কেউ বোঝেনা… কেউ দেখেনা…
কাজল লেপা চোখের পিছের অশ্রুকণা;
পরিবারের ক্ষুধার তরে… এক মুঠো ভাত যোগাতে-
বিছানাতে ওঠা কামনার ঝড়;
আর প্রতিরাতে ধর্ষকের পালাবদল ।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন