মৃত জীবনসত্তা
পাণ্ডুলিপিতে লেখা
অভিমানের ছাপ,
মুছে গেল বৃষ্টির জলে,
হৃদয় স্পর্শ করা অভিমান
আজ শূন্যে উড়িয়ে দিলেম
ভালবাসার শিকলে প্রগার বন্ধন
জলছাপে আজ মুক্ত হল,
তুমি এলেনা...
আজ প্রথম বারের মত মনে হল
বর পানসে আকাশ,
...
অভিমানের ছাপ,
মুছে গেল বৃষ্টির জলে,
হৃদয় স্পর্শ করা অভিমান
আজ শূন্যে উড়িয়ে দিলেম
ভালবাসার শিকলে প্রগার বন্ধন
জলছাপে আজ মুক্ত হল,
তুমি এলেনা...
আজ প্রথম বারের মত মনে হল
বর পানসে আকাশ,
...
ফ্যাকাসে মেঘমালা একটু ও তার
অভিমান নেই।
কোন দাবী নেই,
আজ পাওয়া না পাওয়ার
কোন কস্ট নেই।
কিছু ই হারাবার ভয় নেই।
কোন ও অনুযোগ নেই
নেই কোন ভালবাসার উত্তাপ।
শূন্য ধু ধু বালুচরে সুধুই
উদাসী হাওয়ার মৃত কলরব।
আজ সুর সঙ্গীত নেই,
বেহালায় আজ কেবলিই
কান্নার রব,কেবলি ছন্দপতন।
ধুলোতে মিশে থাকা,
মৃত জীবনসত্তা ...
অভিমান নেই।
কোন দাবী নেই,
আজ পাওয়া না পাওয়ার
কোন কস্ট নেই।
কিছু ই হারাবার ভয় নেই।
কোন ও অনুযোগ নেই
নেই কোন ভালবাসার উত্তাপ।
শূন্য ধু ধু বালুচরে সুধুই
উদাসী হাওয়ার মৃত কলরব।
আজ সুর সঙ্গীত নেই,
বেহালায় আজ কেবলিই
কান্নার রব,কেবলি ছন্দপতন।
ধুলোতে মিশে থাকা,
মৃত জীবনসত্তা ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন