কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

ঝুমা মজুমদার

খেতাব, একটি পরাজয়ের
 

ছুটছে রাত ,আমার সাথে ...
পাল্লা দিয়ে ...একি পথে ,
অন্ধকারে হাতড়ে  খুঁজি,
বেঁচে থাকার ...রুটি -রুজি !
বাঁচবো বলেই পথে নামা ...
...
গায়ে সেই... তাপ্পি জামা ,
লোকেরা বলে ,"পাগলি !"
কত ঢিল ,কত অপমান !
নিরব সাক্ষী ......এই শহরের
চোরাগলি ।
রাতের পর রাত হেঁটে চলেছি ...
সামনের চৌরাস্তা টা পার হলেই ...
শ্মশান !
দশ হাতি কাপড় - লজ্জা নিবারনি
আমি -তুমি ,সবাই সমান !
সেখানেও রাত কাটাই ,কিছুটা সময়
তারপর , একসময় আসে সকাল ,
মনে জাগে অস্থিরতা , কিছু অজানা ভয় !
লুকিয়ে থাকি , দেওয়াল ঘেঁষে ,
চোখ বন্ধ ,জানি না ,কি আছে শেষে !
শুধু অপেক্ষা ......রাতের !
আমার "দোসর কালো " ,
হতে পারে বদনামি ,তবু .........
"মানুষ" থেকে ভালো ।
দেয় না সে , কিছুই আমায় ,
আড়াল টুকু ছাড়া ,
"জাত ভিখিরি" খেতাব পেলো
"মানুষ" নামে যারা !!!

নামাকরন = খেতাব ,একটি পরাজয়ের ।
 
 

২টি মন্তব্য: