অনিকেত
হ্যাঁ, আমার ঘরের কোন ঠিকানা নেই
সব ঠিকানাবিহীন চিঠি আমার কাছে আসে !!
আমি সযতনে পড়ি ,
নিজের মধ্যে অনুভব করি !
জানতে চাও?
ধরো, কেউ আমার উপর নিন্দা লাগায়
আমি তা স্বীকার করে, চুপ চাপ চলি
চেষ্টা করি নিজের মধ্যে হারিয়ে ফেলার
যেমন, রাস্তায় চলার সময় থুথু ফেলে
সে নিজের কাপড় বাঁচিয়ে ফেলে
এবং প্রতিটি থু নিজের মধ্যে শুখিয়ে নেয়
তোমরা কখনো কোন পিকদান কে ভরতে দেখেছো ?
না?
তাহলে আমাকে নিন্দা দিতে থাকো !
আমার মরার অপেক্ষা করো !!
হ্যাঁ, আমার ঘরের কোন ঠিকানা নেই
সব ঠিকানাবিহীন চিঠি আমার কাছে আসে !!
আমি সযতনে পড়ি ,
নিজের মধ্যে অনুভব করি !
জানতে চাও?
ধরো, কেউ আমার উপর নিন্দা লাগায়
আমি তা স্বীকার করে, চুপ চাপ চলি
চেষ্টা করি নিজের মধ্যে হারিয়ে ফেলার
যেমন, রাস্তায় চলার সময় থুথু ফেলে
সে নিজের কাপড় বাঁচিয়ে ফেলে
এবং প্রতিটি থু নিজের মধ্যে শুখিয়ে নেয়
তোমরা কখনো কোন পিকদান কে ভরতে দেখেছো ?
না?
তাহলে আমাকে নিন্দা দিতে থাকো !
আমার মরার অপেক্ষা করো !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন