আলোতে ছায়া হারায়
ওকে ধার দেওয়া নীরবতা
ওর নীরবতা
তার থেকেও আমি দূরে।
একটা কাগজ
কাগজের ছায়া
ছায়াও অর্থবহ।
আমি দেখেছি
আমাকে দেখে কিছু শব্দ উড়ে যায়
আমি যেতে দিই
থামাই না তাদের।
টেবিলের মধ্যে পড়ে থাকা কাগজ
টেবিলের নিচে পড়ে থাকা কাগজ
সব প্রয়োজনীয়।
পিঁপড়ার কাছে পথ চলা শিখতে যাই
দেখি তারা একটা অন্যটার পিছনে চলে
খুব ভালো করে দেখি সাপও একই প্রথা মানে।
কিছু শব্দ অর্থ বদলে দিতে থাকে
আমিও বদলে দিই
পথের পাশে, বেঁচে থাকার যুক্তিতে।
দিনের পর দিন
রাতের পর দিন
শুক্রবার। তীর্থযাত্রীরা দলবেঁধে চলে।
একফোঁটা অশ্রু
একফোঁটা ভালোবাসা চায়
দ্রুতচলতে থাকা শব্দের ভেতর আবার হারায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন