কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

মামনি দত্ত

উদাসীন

রণক্লান্ত সৈনিকের মতো যুদ্ধ ভূমি ছেড়েছি,
হা পিত্যেস করে কাটালাম কতো কাল।
তোমার রাজসভায় কোনো দীর্ঘ মেয়াদী অবসর
ছিলো না।
আমিই সেই পরাজিত সৈনিক, যে বিচরণ করেছে দশ
দিক!
শত্রু শিবিরে আচমকা আলোড়ন ফেলেছিল শ্বেত কপোত
উড়িয়ে!
হে রাজন! তুমি কি দেখেছো শোনিত ধারায়
আচমনীয়,আমার সকাল থেকে রাত।
সর্বাঙ্গে কালসিটে দাগ বিজয় নিশান অঙ্কিত
করেছে,
আমার শতকরা সততার। মনের দাগগুলো ছড়িয়ে দিয়েছি
কৃষ্ণ পক্ষ রাতের আনাচকানাচে!
সেই মুহুর্তে ও তুমি ব্যাস্ত দরবারী কানাড়া র
বাহবা ওড়াতে।।



৩টি মন্তব্য: