আলিঙ্গন
আকাশ জুড়ে কালো মেঘের ঘটা
ঈশান কোনে হলদে আলোর ছটা
বুকের ভেতর দামামা বাজিয়ে ঝড়
বুদ্ধি তবু বলছে, সবুর কর।
রোমকূপেতে বইছে অগ্নিস্রোত
আবার গেলাম হেরে,
সমুখে দেখি ভাগ্য খেলছে খেলা
অহঙ্কারের জেরে।
যদি দমকা হাওয়ায় হারিয়ে যেত মন
শান্ত শীতল বর্ষা আসতো নেমে
ছড়িয়ে দিত আমার বাহুডোর
ভুলিয়ে দিত আক্রোশেরই ভাষা
সিক্ত হতাম পেয়ে আলিঙ্গন ...
আকাশ জুড়ে কালো মেঘের ঘটা
ঈশান কোনে হলদে আলোর ছটা
বুকের ভেতর দামামা বাজিয়ে ঝড়
বুদ্ধি তবু বলছে, সবুর কর।
রোমকূপেতে বইছে অগ্নিস্রোত
আবার গেলাম হেরে,
সমুখে দেখি ভাগ্য খেলছে খেলা
অহঙ্কারের জেরে।
যদি দমকা হাওয়ায় হারিয়ে যেত মন
শান্ত শীতল বর্ষা আসতো নেমে
ছড়িয়ে দিত আমার বাহুডোর
ভুলিয়ে দিত আক্রোশেরই ভাষা
সিক্ত হতাম পেয়ে আলিঙ্গন ...
আবেগের অনবদ্য এই আলিঙ্গনে মুগ্ধতায় ছেয়ে গেলো মন...
উত্তরমুছুনmunir.........tomader odekha alingon ar valobasar porosheyi ......lekha sarthok
মুছুন