কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

কোয়েল বসু সাহা

 আলিঙ্গন

 আকাশ জুড়ে কালো মেঘের ঘটা
 ঈশান কোনে হলদে আলোর ছটা
 বুকের ভেতর দামামা বাজিয়ে ঝড়
 বুদ্ধি তবু বলছে, সবুর কর।

 রোমকূপেতে বইছে অগ্নিস্রোত
 আবার গেলাম হেরে,
 সমুখে দেখি ভাগ্য খেলছে খেলা
 অহঙ্কারের জেরে।

 যদি দমকা হাওয়ায় হারিয়ে যেত মন
 শান্ত শীতল বর্ষা আসতো নেমে
 ছড়িয়ে দিত আমার বাহুডোর
 ভুলিয়ে দিত আক্রোশেরই ভাষা
 সিক্ত হতাম পেয়ে আলিঙ্গন ...
 
 
 
 

২টি মন্তব্য: