কবিতা প্রচেষ্টা
কবিতা তুমি কেন মোহময়ী ...
কবিতা তুমি কেন মোহময়ী ...
পেরিয়ে চলেছ একেকটা কঠিন সময়
আনন্দে ভালোবাসাতে পূর্ণ আনন্দময়
তবুও আনমনে বসে ভাবি আমি
শুনে প্রকৃতির তীব্র আর্তনাদ
আনন্দে ভালোবাসাতে পূর্ণ আনন্দময়
তবুও আনমনে বসে ভাবি আমি
শুনে প্রকৃতির তীব্র আর্তনাদ
জীবন সমুদ্রে ভয়ংকর জলোচ্ছ্বাস
মনে জমে থাকে গরল বিষাদ
কৈ তা নিয়ে তো কখনো কষ্ট পাও না তুমি
মনে জমে থাকে গরল বিষাদ
কৈ তা নিয়ে তো কখনো কষ্ট পাও না তুমি
বাজাও অনন্ত শঙ্খধ্বনি
প্রাণে ঢেলে দিয়ে অমৃত
যন্ত্রণার প্রহর অবসানি
আমি লিখি যা হয়নি আমার জীবনে কবিতা
আঁকা ছিল এতদিন ধুলো ঢাকা ছবিটা
আজ এই পারিবারিক ক্যানভাসে
ভরা অনুভবে আমার দীর্ঘশ্বাসে
আজ বুঝি কবিতায় পারে জীবন ভোরে দিতে আশ্বাসে
আশ্চর্য্য ভনিতাময় চারিপাশে
আশ্চর্য্য ভনিতাময় চারিপাশে
কবিতা ধীরে ধীরে ভালবাসা নিয়ে সাথে আসে |
খুব ভালো লাগলো, কবিতায় অবগাহনের এই অনবদ্য চিত্রন...
উত্তরমুছুন