কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

সঞ্জয় চ্যাটার্জ্জী

লজ্জা

লুটে নে, নে লুটে!
পাবি না এমন রসের সাগর, নে লুটে,
এত মধুর লোভনীয় বস্তু পাবি না কোথাও,
খা চেটে পুটে!

যারা লোভী, যারা ধূর্ত,

যারা মানে না কোনই শর্ত,
গলা ধাক্কা, পদধাক্কা,
যাদের হাতে নেইকো রক্ষা!
নির্যাতন আর নিষ্পেষণ!
যারা করছে শুধুই শোষন!
যুগ যুগ ধরে নারীর প্রতি,
জোর খাটানই যাদের রীতি,
সমাজ তাদেরই দেয় সম্মান,
নারীকে যারা করে অপমান ।

হাঃ ঈশ্বর!

তুমি মানুষ জন্ম দিলেই যখন,
পুরুষ কেন করলে না!
তুমি দিলেই যদি নারীত্ব,
তবে সুরক্ষা কেন করলে না !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন