চোখের পাশে চোখ
তোমার একাকীত্ব থাকবে না
আর মনে
সোনালী দুপুর , রূপালী বিকেল
ভবের হাঁটে কেনা - বেচা ,
নিবিড় পৃথিবীর রাঙা জীবনের দেনা
থাকবে না যখন কিছুই মনে !
কিছু কি থাকবে কোথাও ?
উধাও এই আলো - ছায়ায়
বিকেলের উপকূলে বিকেলের শ্বাস ফেলে
চুপচাপ অপলক ডুব চোখে ।
তখন হয়তো কিছু থাকবে কোথাও
ছবি তোমার আমার ভালোবাসার গামে
লেপ্টে আছে হৃদয় দেয়ালে -
আর তুমি পারো না একা
হৃদয়ে তাকাতে
যতবার তাকাবে দেখবে আছে পলকহীন চোখ
তোমার চোখের পাশে
হয়তো আমার ।
তোমার একাকীত্ব থাকবে না
আর মনে
সোনালী দুপুর , রূপালী বিকেল
ভবের হাঁটে কেনা - বেচা ,
নিবিড় পৃথিবীর রাঙা জীবনের দেনা
থাকবে না যখন কিছুই মনে !
কিছু কি থাকবে কোথাও ?
উধাও এই আলো - ছায়ায়
বিকেলের উপকূলে বিকেলের শ্বাস ফেলে
চুপচাপ অপলক ডুব চোখে ।
তখন হয়তো কিছু থাকবে কোথাও
ছবি তোমার আমার ভালোবাসার গামে
লেপ্টে আছে হৃদয় দেয়ালে -
আর তুমি পারো না একা
হৃদয়ে তাকাতে
যতবার তাকাবে দেখবে আছে পলকহীন চোখ
তোমার চোখের পাশে
হয়তো আমার ।
অসাধারণ এক প্রকাশ
উত্তরমুছুনভালো লাগল
উত্তরমুছুন