কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

জিনাত জাহান খান

চোখের পাশে চোখ

তোমার একাকীত্ব থাকবে না
আর মনে
সোনালী দুপুর , রূপালী বিকেল
ভবের হাঁটে কেনা - বেচা ,
নিবিড় পৃথিবীর রাঙা জীবনের দেনা
থাকবে না যখন কিছুই মনে !
কিছু কি থাকবে কোথাও ?
উধাও এই আলো - ছায়ায়
বিকেলের উপকূলে বিকেলের শ্বাস ফেলে
চুপচাপ অপলক ডুব চোখে ।
তখন হয়তো কিছু থাকবে কোথাও
ছবি তোমার আমার ভালোবাসার গামে
লেপ্টে আছে হৃদয় দেয়ালে -
আর তুমি পারো না একা
হৃদয়ে তাকাতে
যতবার তাকাবে দেখবে আছে পলকহীন চোখ
তোমার চোখের পাশে
হয়তো আমার ।

২টি মন্তব্য: