কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

সুপ্রতিম হাওলাধর

যেতে যেতে পথে
 


যেতে যেতে পথে ডেকেছিলে কবে
কুয়াশা ছিল সন্ধ্যার চোখে ,
সংশয়ে সমস্তক্ষন কেটেছে গভীরে
...

লীয়মান আলো দিনান্তের স্রোতে ।

মুগ্ধ অরণ্যে নোনতা ঘামে
কুঠারের ঘায়ে উপহাস থামে,
পথের ক্ষমায় বিমুঢ় করেছো
অনস্তিত্ব গানে ।

যেতে যেতে পথে হেসেছিলে কবে
চাঁদও ছিল বুঝি আকাশে ,
স্নিগ্ধজ্যোতি কাঙাল হয়েছে
জোনাকী জ্বলেছে হাতে ।
 
 
 

1 টি মন্তব্য: