কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

অংশুমান ব্যানার্জী

পলাতক

সম্পর্কের সুকঠিন
বরফ গলেনি কিছুতেই
মাঝে কেটে গেছে বহুদিন-
প্রথাগত পিছুটান নেই,
চিত্রপট বর্ণহীন।
পরাজিত আমি শয়তান
উত্তর জানি না, দায়ী কে?
নষ্ট সময়ের নিরিখে-
অতীত স্মৃতিরা আজ ম্লান।

সামনে অল্প কিছু দিন
একলা চলা, গোধূলি বেলা
দিনের শেষে অন্তহীন
মনের ব্যর্থ অভিযান।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন