কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

প্রান্তিক জসীম

যে তৃষ্ণার মানে নেই

আমার তো সাধ্য নেই এই সাগরটাকে পকেটেপুরে
বাড়ি নিয়ে যাবো
তারপর, তার ভাষাগুলো নিগুঢ়ভাবে শুনে
একে একে অনুবাদ করে সবাইকে চমকে দেব।
তারচেয়ে, মেঘম্লান চাঁদের কিছু নীরবতা সঙ্গে নেই
সাগরবক্ষে তুফানিয়ার চরের বুকে লাখো ঢেউয়ের কিছু মৃত্যু
চোখের ঝুরিতে নেই
কেননা, একদিন থেমে যাবে এই নীরবতার অনুবাদও
শব্দেরা ফিরে যাবে অন্য কোথাও
যখন মৃত্যু বিলীন করে দেবে সব অসীমের গহ্বরে
যেমন প্রতিদিন তুফানিয়ারচরে অজস্র ঢেউ মরে ।
আমার সাধ্য নেই সাঁঝের কিছু অন্ধকার নিয়ে যাবো পকেট ভরে
যারা সাগরের আবছা দিগন্তটাকে মুছে দেয় নিমিষে
যেমন মানুষকে গুটিয়ে নেয় মৃত্যুর অন্ধকার ডিমের খোসায়
তবু সপ্তঋষী বিপন্ন সাগরঅভিযাত্রীর দিশা হয়ে
পথ দেখায় -
কেননা, কিছু জেলে ভুতুড়ে নেশায় ছোটে রুপালি ইলিশের পিছে
ক্লান্ত হয়ে তারাও তীঁরে ফেরে
কিছুর কোনোদিনও ফেরা হয় না।
যেমন রাতে সবকিছুই অদৃশ্যের দখলে যায় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন