কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

সৃজিতা মুখার্জি

 নাম নেই

সন্ধ্যেবেলার সানগ্লাস
আর দুধের কাপে কফি মেশানোর অহংকার ,
ঘুম খোলা চোখে ইঙ্গ ম্যাগের দম্ভ ,
আকাশ ছোয়া বহুতল ..
মেঘ মোড়ানো বারান্দায় পায়চারী ,
তবু তো তোকে দেখি না...
রক্ত চামড়া খুবলে
সুরা উঠেছে ,বিষ উঠেছে..
মদের গ্লাসের কাঁচ ঠিকরে বেরোচ্ছে
জীবনের অহংকার..
বাঁচার অহংকার ..
হলুদ গ্লাসের ঘষা কাঁচে
তবু তো তোকে দেখি না..
বিদেশী কাঠে তৈরী খাটটায়
একটাই মাত্র বালিশ
সারাঘরে নিশ্চুপ কোলাহল..
দেয়ালে একলা মোনালিসার
একলা থাকার ইতিহাস..
রাত্রি শেষে কান্না ভরা জেদে
কেঁপে ওঠে আয়নায় লাগানো
লাল টিপ..
কান্না ভাঙা গলা দিয়ে
উঠে আসা আবেগে
তবু তো তোকে দেখি না..
আলতো জোরে রিকি মার্টিন ,ম্যাডোনা
তারায় ভরা ঘরে হারিয়ে যাওয়ার শান্তি..
শান্তির নিলামের শেষ আসনে
তবু তো তোকে দেখি না..
জানলা দিয়ে কাটা ঘুড়ির স্মৃতি রোমন্থন
পুরনো আলমারিতে রাখা রুপোলি নৌকা
জানি হবে দারুন বৃষ্টি,,
ডুববে নৌকা
তবু তেল ভাসা জলে
আজও তোকে তো দেখি না..



 


৪টি মন্তব্য: